স্বামীর খুনের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ২ বছর পরে অভিযুক্তদের গ্রেফতার করা হল। অভিযোগ, ২০১৭-র অক্টোবরে কোন্নগরে অলিম্পিক মাঠে সংলগ্ন এলাকায় পরিকল্পিত ভাবে প্রীতম চট্টোপাধ্যায়কে ঘুমের মধ্যে বলিশ চাপা দিয়ে খুন করেন তাঁর স্ত্রী টুম্পা ও টুম্পার প্রেমিক চিন্ময় চক্রবর্তী। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন দুই অভিযুক্ত।
পুলিশের চোখে ধুলো দিয়ে বারেবারে স্থান পরিবর্তন করছিলেন তাঁরা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার, রাতে তারাপীঠের একটি বিলাশবহুল হোটেল থেকে ওই যুগলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে এবার গতি আসবে বলে আশা মৃতের পরিবারের।





























































































































