ফের গরম, তাপমাত্রা বাড়ল

0
4

ফের তাপমাত্রা বাড়ল কলকাতা সহ রাজ্যের। কলকাতায় শনিবার তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের হাওয়া আটকে। দুপুরে আরও বেশি গরম অনুভূত হতে পারে। তবে তাপমাত্রা আগামীকাল আগামীকাল থেকে ফের কমবে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। ১৫ ডিসেম্বরের পর থেকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে বলে খবর। দক্ষিণের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।