আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। কঠোর আইনের মধ্যে দিয়েই শাস্তি বিধান করতে হবে। হায়দরাবাদ এনকাউন্টার বিষয় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি দিবস পালনে তৃণমূলে তরফ থেকে কলকাতার মেয়ো রোডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণের সাজা আরও কঠোর করতে হবে। দ্রুত বিচার করে শাস্তি দিতে হবে অভিযুক্তদের। তবে তৃণমূল নেত্রী বলেন, দ্রুত শাস্তি দেওয়ার অর্থ আইন নিজের হাতে তুলে নেওয়া নয়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে রয়েছে ৮৫টি ফাস্টট্রাক কোর্ট রয়েছে। দ্রুত চার্জশিট পেশ করে অভিযুক্তদের বিচার প্রয়োজন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে, দোষীদের সাজা হওয়া উচিত বিচারের মাধ্যমে। মালদহে ধর্ষণের পরে নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। এদিন, হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, জ্বলন্ত অবস্থায় মেয়েটি এক কিলোমিটার দৌড়ে গিয়েছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। ঘটনায় দ্রুত বিচার করে শাস্তির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































