খুশি মানুষ, পুলিশের মাথায় ফেলা হল ফুল

0
4

হায়দরাবাদের ঘটনায় মানুষ যে কতখানি খুশি তা বোঝা গেল সকালে হায়দরাবাদের ৪৪নম্বর জাতীয় সড়কের উপর ভিড় করা এলাকার মানুষকে দেখে। আর কালভার্টের নিচে যেখানে ঘটনাস্থল, সেখানে পুলিশ কর্ডন করে এলাকা ঘিরে রেখেছে। অপরাধীদের গুলি করে খুনের ঘটনায় মানুষ এতটাই খুশি যে ঝুরিতে করে ফুল এনে নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের ওপর ফেলছেন। এলাকাবাসীরা বলছেন, যে ঘটনার যে শাস্তি হওয়া উচিত সেটাই হচ্ছে। মানুষ খুশি। শান্তি পেল নির্যাতিতার আত্মা।