বিরাটিতে ত্রিকোণ প্রেমের জেরে তরুণ খুনের ঘটনার তদন্তে শেষ হতে না হতেই ফের ত্রিকোণ প্রেমের জেরে মৃত্যুমুখে আর এক যুবক। বাগুইআটিতে মদের আসরে যুবককে বহুতল থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় ত্রিকোণ প্রেমের তত্ত্বই জোরালো হচ্ছে। অভিযোগ, তানিয়া মণ্ডলের নামে এক যুবতীর সঙ্গে ত্রিকোণ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রশান্ত রায় ও দেবাশিস রায় নামে 2 যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ওই যুবতীই অর্জুনপুরের একটি নির্মীয়মাণ বাড়িতে প্রশান্ত ও দেবাশিসকে ডাকেন। সেখানে প্রশান্তকে মদ্যপান করানো হয়। এরপর ওখানেই তিনজনের মধ্যে বচসা বাধে। সেই সময় মত্ত প্রশান্তকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে প্রশান্তর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তানিয়া। কিন্তু প্রশান্ত বিবাহিত হওয়ায় হায়দরাবাদে অন্য যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায় তানিয়ার। বছরখানেক সংসার করার পর এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। কয়েকমাস আগে কলকাতায় ফিরে ফের প্রশান্তর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তানিয়া। একই সঙ্গে দেবাশিস রায় বলে আরেক যুবকের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী। আর এই নিয়েই অশান্তির সূত্রপাত। কারণ, দেবাশিসের সঙ্গে তানিয়ার সম্পর্ক মেনে নিতে পারছিলেন না প্রশান্ত। তানিয়াও বিবাহিত প্রশান্তের সঙ্গে দূরত্ব তৈরি করছিলেন। পথের কাঁটা প্রশান্তকে সরাতে অর্জুনপুরের নির্মীয়মাণ বহুতলে ডেকে পাঠান তানিয়া।
সেই মদের আসরেই তিনজনের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময়ই প্রশান্তকে ধাক্কা মারেন দেবাশিস। রক্তাক্ত অবস্থায় প্রশান্তকে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায়তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্তের স্ত্রী। তার ভিত্তিতেই অভিযুক্ত দেবাশিস রায় ও তানিয়া মণ্ডলকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিস।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































