শিখ দাঙ্গা নিয়ে বিতর্কিত মন্তব্য মনমোহনের

0
5

84-র শিখ দাঙ্গা নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তাঁর অভিযোগ,
পিভি নরসিংহ রাও যদি প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালের পরামর্শ শুনতেন, তা হলে ওই দাঙ্গা এড়ানো যেত।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের জন্মশতবার্ষিকী ছিল বুধবার। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন মনমোহন সিং। সেখানেই তিনি দাবি করেন, ১৯৮৪-র ঘটনা যে দিন ঘটে, সেই সন্ধেয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংহ রাওয়ের কাছে গিয়েছিলেন গুজরাল। দ্রুত সেনা নামানোর পরামর্শ দেন রাওকে। কিন্তু সেই প্রস্তাব তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শোনেননি। এরপরই মনমোহন বলেন, “সে দিন যদি গুজরালের পরামর্শ শোনা হত, তা হলে ’৮৪-র ঘটনা এড়ানো সম্ভব হত।”