জন্মদিনে লোকসভায় সরব লকেট চট্টোপাধ্যায়। বাংলা মহিলারা সুরক্ষিত নয়, এই বক্তব্য নিয়ে ঝড় তোলেন লকেট। এদিন লোকসভার স্পিকার ওম বিড়লারও জন্মদিন। লকেট তাঁর ঘরে যান শুভেচ্ছা জানাতে। গিয়ে দেখেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বসে। লকেটের প্রশংসা করেন সুদীপও। স্পিকারকে বলেন,” ও আমার স্ত্রীকে চেনে।” লকেট বলেন,” হ্যাঁ আমাদের সিনিয়র উনি।” এরপর লকেটে আগুণে ভাষণের প্রসঙ্গ ওঠে। সুদীপ বলেন,” লকেট যখন তৃণমূলে ছিল, তখন চুপচাপ থাকত। ও এতকিছু পারে, বুঝিনি। এখন বিজেপিতে যাওয়ার পরে দেখছি এইভাবে ঝাঁঝালো বক্তৃতা দিচ্ছে।” সুদীপ লকেটকে বলেন,” তুমি বলতে উঠলেই আমরা নজর রাখি। তুমি কেবল বাংলার প্রসঙ্গে ঢুকে পড়।” লকেট বলেন,” সে তো বলবই।” স্পিকার বলেন,” আজ আপনারও জন্মদিন। তাই বক্তৃতায় ঝগড়া করবেন না।” লকেট হেসে ফেলেন।































































































































