বিয়ের BREAKING: শেষে কিনা তাঁরাই বিয়ে করলেন!

0
2

উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী গ্রামের জয়দেব আর সরস্বতী বিয়ে করেছেন।

আসলে পিছনে আরেক গল্প। জয়দেবের স্ত্রী আর সরস্বতীর স্বামীর মধ্যে বিতর্কিত সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হয়। প্রবল অশান্তিতে দুজনেই আত্মহত্যা করেন। দুজনেরই একটি করে সন্তান আছে।

একটা সময়ে এই সব নিয়ে তুমুল ঝগড়া করতেন জয়দেব আর সরস্বতী। অভিযোগ কে কার ঘর সামলাতে পারছে না।

কিন্তু সংশ্লিষ্ট দুজনের আত্মহত্যার পর এরা দুজনেই অথৈ জলে। নাবালক সন্তানদের বড় করারও দায়।

শেষমেষ নিজেরাই বিয়ে করে নিয়েছেন দুজন। আপাতত দুই সন্তান নিয়ে তাঁদের সংসার।