প্রবল চাপে সাংবাদিক বৈঠক করে দলবদল-বিধায়কদের ঘোষণা, বিজেপিতে আছি

0
2

বেনজির !

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়করা পুরোদস্তুর সাংবাদিক বৈঠক করে জানালেন, তাঁরা ফের দলবদল করছেন না, বিজেপিতেই আছেন৷ বিজেপির বক্তব্য,
কয়েকজন বিধায়ককে নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। তা দূর করতেই এই বার্তা৷ দলবদল করা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় ও বিশ্বজিৎ দাস রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে করে জানালেন, তাঁরা দলবদল করছেন স্বেচ্ছায়, তৃণমূলে ফেরার কোনও প্রশ্ন নেই। ওদিকে একই গুঞ্জন বাগদার বিধায়ক দুলাল বর ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-কে নিয়েও। তাঁরাও দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপিতে। সাংবাদিক বৈঠকে দুলাল এবং সুনীল ছিলেন না। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়েছে৷ গেরুয়া শিবির সাংবাদিক বৈঠকে শোভনকে হাজির করতে পারেনি৷ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘শোভনবাবু বিজেপিতে আছেন বলেই তো জানি।’ অতীতে তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে যাওয়া নেতা বা বিধায়কদের নিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্বকে কখনও জানাতে হয়নি যে এরা দলেই আছেন৷ প্রবল চাপে এবার সেই কাজটাই বিজেপি রাজ্য নেতৃত্বকে করতে হলো বলে রাজনৈতিক মহলের বক্তব্য ৷