অচেনা যোদ্ধা “তানাজি”র অজানা গল্প শোনাতে শহরে অজয় দেবগন

0
5

কেরিয়ারের “সেঞ্চুরি” ছবির প্রচারে শহরে বলিউড সুপারস্টার অজয় দেবগণ। আইনক্স ২৭০ ডিগ্রি স্ক্রিনে প্রথমেই দেখানো হল ছবির ট্রেলর। তবে এসবের মাঝে মন জয় করলেন নম্র-ভদ্র “সিংঘম”।

সপ্তদশ শতকের মারাঠা-মুঘল যুদ্ধেত প্রেক্ষাপটে তৈরি অজয় দেবগণের ছবি “তানাজি”, যা মুক্তি পেতে চলেছে আগামী বছর জানুয়ারিতে। এই ছবির ট্রেলার মুক্তি পায় গত ১৯ নভেম্বর । ছবিতে প্রায় বারো বছর পরে আবারও জুটি হিসেবে দেখা যাচ্চে কাজল ও অজয় দেবগণকে। ছবির মূল খলনায়ক, ইতিহাসের পাতা থেকে উঠে আসা উদয়ভান রাঠোর-এর চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।

সিংগড়ের যুদ্ধ হয়েছিল ১৬৭০ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি, ছত্রপতি শিবাজির অনুগত মারাঠা সেনানায়ক তানাজি মালুসারে ও মুঘল সেনাপতি প্রথম জয় সিংয়ের অনুগত উদয়ভানের মধ্যে। বলিউডে এই মুহূর্তে মারাঠা ইতিহাস-আশ্রিত ছবির একটি ঢেউ এসেছে।