মহারাষ্ট্রের রাজনীতিতে জোর তুফান৷ ফের বেকায়দায় বিজেপি৷
টুইটার অ্যাকাউন্ট থেকে ‘বিজেপি’ শব্দটিই মুছে ফেললেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা মুন্ডে। বিতর্কিত একটি ফেসবুক পোস্ট করার পর এ বার পঙ্কজা মুন্ডের টুইট-কাণ্ড নিয়ে তীব্র জল্পনা।
টুইটার অ্যাকাউন্টের বায়োগ্রাফি থেকে পঙ্কজা ‘বিজেপি’ শব্দটি সরিয়ে দেওয়ার পরই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তাহলে কি বিজেপি ছাড়ছেন পঙ্কজা? জল্পনা আরও উসকে দিয়েছে শিবসেনা। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল পঙ্কজার দলত্যাগ বা শিবসেনায় যোগ দেওয়া, সবই খারিজ করে দিয়েছেন।

পঙ্কজা মুন্ডের ফেসবুক পোস্টে ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি’, ‘কোন পথ নেওয়া উচিত’ এবং তারও আগে উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানানো নিয়ে জল্পনা আগেই ছিলই। উদ্ধব ঠাকরেকে শুভেচ্ছা জানিয়ে পঙ্কজা লিখেছিলেন, বালাসাহেব ঠাকরের স্বপ্ন এবং মরাঠি মানুষজনের প্রত্যাশা পূরণে ঈশ্বর আপনার সহায় হোন। মরাঠি ভাষায় লেখা ওই টুইটে উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য এবং শিবসেনাকে ট্যাগ করেছিলেন। তার পর থেকেই জল্পনা ভাসছিল। সেই পোস্টেই পঙ্কজা জানিয়েছিলেন, 12 ডিসেম্বর তিনি মুখ খুলবেন। আর তারপর
সোমবার ‘বিজেপি’ শব্দই মুছে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই মহারাষ্ট্রের রাজনীতি এখন 12 ডিসেম্বরের দিকে তাকিয়ে৷































































































































