নৌসেনায় প্রথম মহিলা পাইলট হিসাবে যোগ দিলেন মুজফফরপুরের শিবাঙ্গি

0
3

ভারতীয় নৌসেনায় প্রথম মহিলা পাইলট হিসাবে যোগ দিলেন সাব লেফটেন্যান্ট শিবাঙ্গি। পাইলট হিসাবে সোমবার কাজে যোগ দিয়ে সংবাদমাধ্যকে শিবাঙ্গি জানিয়েছেন, “আমি সারা জীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। শেষ পর্যন্ত আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার খুব ভালো লাগছে। আমি শীঘ্রই আমার তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণও শেষ করব।”সোমবার কোচিতে নৌসেনার অপারেশনাল ট্রেনিংয়ে তিনি যোগ দেন। শিবাঙ্গির বাড়ি বিহারের মুজফফরপুরে। মুজফফরপুরের ডিএভি পাবলিক স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন। ইঝিমালায় ইন্ডিয়ান নৌসেনার অ্যাকাডেমি থেকে ২৭ এনওসি কোর্স করে ভারতীয় নৌসেনার এসএসসি (পাইলট) হিসেবে যোগ দিলেন শিবাঙ্গি। চলতি বছরেই মে মাসে ফ্লাইট লেফটেন্যান্ট ভাবানা কান্ত প্রথম মহিলা পাইলট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। আর তার কয়েক মাস মধ্যেই ভারতীয় নৌসেনাতেও এবার এক মহিলার জয়জয়কার।