মঙ্গলবার বিধানসভায় শপথ নেবেন তৃণমূলের তিন নবনির্বাচিত বিধায়ক

0
2

আগামীকাল, মঙ্গলবার সকাল ১০টায় বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নেবেন তৃণমূলের তিন নবনির্বাচিত বিধায়ক। সম্প্রতি, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুর সদর আসনে উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল। বিধায়করা শপথ নেবেন বিধানসভায়। কালিয়াগঞ্জ-এ জিতেছেন তপনদেব সিংহ, করিমপুরে জিতেছেন বিমলেন্দু সিংহ রায় এবং খড়গপুর সদরে জয়ী হয়েছেন প্রদীপ সরকার।

প্রসঙ্গত, ছ’মাস আগের ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে উপনির্বাচনের ফলাফলে। তিনটি কেন্দ্রের তিনটিতেই জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উল্টো ছবি গেরুয়া শিবিরের। হাতছাড়া হল দলের রাজ্য সভাপতির খগড়পুর কেন্দ্রটি। কালিয়াগঞ্জে খাটেনি পদ্মের মেরুকরণের রাজনীতি। বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ প্রশ্নের সম্মুখীন। অন্যদিকে, যে এনআরসি ইস্যুকে হাতিয়ার করে মোদী-শাহরা বাংলায় পদ্ম চাষের চেষ্টা করছেন তা ঘিরেও সংশয় থেকে গেল। অন্তত তিন কেন্দ্রের উপনির্বাচনে ফলাফল সেটাই স্পষ্ট করেছে।