ভিলেন ‘এল নিনো’, এবার শীতের রান কম

0
3

ভিলেন ‘এল নিনো’, তার জেরে এবার ভালো ব্যাটিং করতে পারবে না শীত। অন্তত এমনটাই পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি উত্তরাখন্ড হিমাচল প্রদেশ, কাশ্মীর বাদে অন্য সব এলাকায় জাঁকিয়ে শীত পড়বে না। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তাপমাত্রা বেশি থাকার কারণেই এই পরিস্থিতি বলে মত আবহাওয়াবিদদের। ডিসেম্বরের প্রথম দিন কলকাতার পারদ নেমেছিল 19. 6 ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। মনে করা হচ্ছে ডিসেম্বরেও জাঁকিয়ে শীত পড়তে দেরি আছে। পশ্চিমী ঝঞ্ঝার উপরেই উত্তর-পূর্ব ভারতের ঠান্ডা নির্ভর করে। কারণ, এর জেরেই কাশ্মীর সহ সংলগ্ন এলাকায় তুষারপাত ঘটে। কিন্তু সেই ঝঞ্ঝা না হওয়ায়, কনকনে উত্তুরে বাতাস ঢুকছে না পূর্ব ভারতে। এর জেরেই নামছে না তাপমাত্রার পারদ।