হায়দরাবাদ : উত্তাল সংসদ, মৃত্যুদণ্ড চাইলেন সৌগত রায়

0
3

হায়দরাবাদের নারকীয় ঘটনা নিয়ে উত্তাল হল সংসদ। তৃণমূল কংগ্রেস, শিবসেনাসহ অনেকগুলি দলই এদিন সংসদ মুলতুবি করে দেওয়ার আওয়াজ তোলেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ঘটনার পর তেলেঙ্গানা প্রশাসন তাদের গাফিলতির কথা অস্বীকার করতে পারেন না। এই ঘটনায় মৃত্যুদণ্ডই হলো যথাযথ শাস্তি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এ কোথায় আমরা যাচ্ছি। আজ মেয়েরা পড়াশোনা করছে, চাকরি করছে, এগোচ্ছে। সেখানে এই ঘটনাকে রুখতে হওয়া উচিত কড়া আইন, কড়া শাস্তি। একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেন, আইন করে এই ঘটনা রোখা যাবে না। ধর্ম-বর্ণ-জাতি না দেখে শাস্তি দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন, সদস্যদের মানসিক অবস্থা আমি বুঝি। আমিও এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সদস্যরা চাইলে আলোচনা করতে পারেন। নির্ভয়াকাণ্ডের পর ভাবা গিয়েছিল এই ঘটনায় রাশ টানা সম্ভব হবে। কিন্তু এই ঘটনা ফের প্রমাণ করছে তা হয়নি। আলোচনা চাইলে হোক। সদস্যরা আইন সংশোধন করতে চাইলে করুন। কড়া শাস্তি হোক দোষীদের। লোকসভার স্পিকার বলেন, যে ঘটনা ঘটেছে তাতে সংসদ একমত। চাইলে আইন সংশোধন করে কড়া শাস্তি। উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেন, দ্রুত শাস্তি চাই এই ঘটনার অপরাধীদের।

আরও পড়ুন-পশু চিকিৎসকের আর্তনাদ থামাতে কী করেছিল অভিযুক্তরা? জেরায় জানাল 4 জন