নিমেষে শেষ সুফল বাংলার ২০০ কেজি পেঁয়াজ!

0
3

চোখের নিমেষে শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলার ২০০ কেজি পেঁয়াজ! সোমবার দক্ষিণ কলকাতার লেক মার্কেটে সকাল ৮টা নাগাদ ২০০ কেজি পেঁয়াজ নিয়ে বাজারে ঢোকে সুফল বাংলার গাড়ি। ক্রেতারা যেন অপেক্ষাতেই ছিলেন। হুমড়ি খেয়ে পড়েন সেই গাড়ির উপর।

মাত্র দেড় ঘন্টাতেই ফুৎকারে উড়ে যায় ২০০ কেজি পেঁয়াজ। ভর্তুকি দিয়ে রাজ্য সরকার ৫৯ টাকায় এই পেঁয়াজ বিক্রি করছে শহরের বিভিন্ন বাজারগুলোতে। প্রত্যেককে ক্রেতা পিছু ১ কেজি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। অনেকে না পেয়ে খালি হাতে ফিরে গিয়েছেন।

ওই একই বাজারে খুচরো দোকানিরা এদিনও কেউ ৯০ টাকা, কেউ আবার ১০০ টাকা কেজি দরে এদিন পেঁয়াজ বিক্রি করেছেন।

দেখুন ভিডিও… সরকারি কর্তাদের অভিযানের পরে পেঁয়াজের বাজার দর কোথায় দাঁড়িয়ে?

আরও পড়ুন-বুলবুল বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র কোনও সাহায্য করেনি, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী