বিধাননগরের দুই “শত্রুর” জন্মদিন একই দিনে

0
6

মন্ত্রী সুজিত বসু ও বিজেপিতে যাওয়া প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। রবিবার দুজনেরই জন্মদিন পালন বিধাননগরে। ঘনিষ্ঠমহলে উৎসব। তবে “কমন” শুভেচ্ছা অনেক। সুজিত গোটা দক্ষিণদাঁড়ি, লেকটাউন পাল্টে দিয়েছেন। বিধাননগরের বিধায়ক হাত বাড়ালেই বন্ধু। আর উল্টো দিকে সব্যসাচী এখন রাজারহাট ছেড়ে এসে এই বিধাননগরেই লড়তে পারেন বলে শোনা যাচ্ছে বিধানসভায়। সুজিত এবং সব্যসাচী দুজনেই পুরপিতাও বটে। সবেতেই টক্কর। এখন জন্মদিনেও বেশ জমজমাট টক্কর হল কেক কাটার। সুজিত অবশ্য দিনভর ব্যস্ত ছিলেন কর্মসূচিতে।