চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু হল হুগলির যুবকের

0
5

চেন্নাইতে কাজে গিয়ে মৃত্যু হল হুগলির হিন্দমোটরের যুবকের। হিন্দমোটর ধর্মতলার বাসিন্দা ভিক্টর রায়(৩১)। চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন গত দু বছর ধরে। শনিবার রাতে চেন্নাই পুলিশ হিন্দমোটরের বাড়িতে ফোন করে খবর দেয় ভিক্টরের দেহ পাওয়া গেছে আপনারা আসুন। কিন্তু কীভাবে মৃত্যু হল বাড়ির ছেলের সে বিষয়ে কিছুই জানেন না বাড়ির লোকজন। চেন্নাইতে ভিক্টর-এর মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য। ভিক্টরের বাবা প্রাক্তন পুলিশ কর্মী। তাঁর বাড়ির লোকজন এখন চেন্নাইতে রয়েছে।

আরও পড়ুন-স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় স্বামী