সাড়ে ছ’ইঞ্চি ডিসপ্লে ও ৫০০০ এমএইচ ব্যাটারির ফোনের দাম ১০ হাজার টাকার কম!

0
4

এখন সবার হাতে স্মার্টফোন দেখা যায়। কেউ কম দামি মোবাইল ফোন ব্যবহার করেন, তো কেউ বেশি দামি। কিন্তু সকলের কথা মাথায় রেখেই রিয়েলমি বাজারে এনেছিল সাধ্যের মধ্যে দামি ফিচারযুক্ত ফোন। এমনকি বাজারে ‘রিয়েলমি 5S’ নামের এক নয়া ফোন আনার কথাও ঘোষণা করেছিল সংস্থা। যার দাম দশ হাজারের মধ্যে। গত সপ্তাহ থেকে ভারতের বাজারে এই ফোন এসেছে।

এই ফোনে রয়েছে সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে ও ৫০০০ এমএইচ ব্যাটারি। ফ্লিপকার্টের সঙ্গে সঙ্গে পাওয়া যাবে realme এর নিজস্ব সাইটেও। তিনটে রঙয়ে এই ফোন পাওয়া যাবে। দামও ১০ হাজার টাকার মধ্যে। তবে তা ৪ জিবি+৬৪ জিবির জন্য। এই মডেলের দাম হবে ৯,৯৯৯ টাকা। ৪ জিবি+১২৮ জিবির ক্ষেত্রে দাম হবে ১০,৯৯৯ টাকা।

এতে থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও। এছাড়াও পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে থাকছে আকর্ষণীয় ছাড়ের সুবিধা। এই ফোনে থাকছে ডুয়েল ন্যানো সিমের সুবিধা। এছাড়াও থাকছে গোরিলা গ্লাসের সুবিধাও। এছাড়াও থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি। এছাড়া এই ফোনের মেমোরি অতিরিক্ত মেমরি কার্ডের সাহায্য বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। এছাড়াও এতে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে ইচ্ছা পূরণ করবে রিয়েলমি, তা বলাই যায়।