আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নজরুল মঞ্চে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বেশ কয়েকজন শিল্পীকে সঙ্গীত সম্মান জানাবে রাজ্য সরকার। শনিবার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে এমনটা জানালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।
তিনি জানান, শহরের ১০টি মঞ্চে এই মেলা হবে। পাঁচ হাজারেরও বেশি শিল্পী এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন বলে জানিয়েছেন ইন্দ্রনীল সেন। দশটি মূল অনুষ্ঠানের জায়গার পাশাপাশি পাড়ায় পাড়ায় বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান করা হবে। ৩২ টা স্কুল, ১৬ টা কলেজের ছাত্র ছাত্রীরা এখানে অংশ গ্রহণ করবে।
বাংলা ব্যান্ডের কথা মাথায় রেখে এই মেলায় বিশেষ আয়োজন করা হয়েছে। এই সঙ্গীত মেলার মাধ্যমে কিংবদন্তি শিল্পী মান্না দে’র নামে বিশেষ প্রদশর্নী করা হবে। একই সঙ্গে বিভিন্ন মিউজিক কোম্পানি এখানে অংশ গ্রহন করবে বলেও জানিয়েছেন ইন্দ্রনীল সেন।





























































































































