সাহায্য চাইতে গিয়ে নির্মম পরিণতি তরুণীর!

0
6

গণধর্ষণ করে খুন করা হয় তরুণ পশু চিকিৎসকে, হায়দরাবাদের দগ্ধ দেহ উদ্ধারের তদন্তে নেমে অনুমান পুলিশের। বৃহস্পতিবার, শাদনগরে তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সাইবারাবাদ পুলিশ জানতে পারে, বছর বাইশের এক পশু চিকিৎসক বুধবার কোল্লুরু গ্রামে পশু হাসপাতালে গিয়েছিলেন। সন্ধেয় সেখান থেকে ফেরার পথে টোল প্লাজার কাছে স্কুটি দাঁড় করিয়ে ক্যাব নিয়ে গোচিবাওলিতে এক চর্মচিকিৎসকের সঙ্গে দেখা করতে যান তিনি। রাত ন’টায় টোল প্লাজায় ফিরে দেখেন তাঁর স্কুটির টায়ার ফেটে গিয়েছে। তখন দুই ট্রাকচালক তাঁকে সাহায্যের আশ্বাস দেয়। পরে ওই দুজনেই তরুণীকে ধর্ষণের পরে খুন করে। পরে, তন্দুপল্লি টোল প্লাজার থেকে ২৫ কিলোমিটার দূরে শাদনগরে চাতানপল্লি সেতুর কাছে দেহ পুড়িয়ে দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে দুই ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণী যে টোল প্লাজার কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন, সেখান থেকে তাঁর জুতো, জামা ও একটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাইবারাবাদ পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর বোন তাঁকে স্কুটি ছেড়ে ক্যাব ভাড়া করে বাড়ি ফিরে আসতে পরামর্শ দেন। পরে তাঁকে ফোন করে আর যোগযোগ করতে পারেননি বাড়ির লোক। বেলা ১১টা নাগাদ তরুণীর পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে তরুণীর দগ্ধ দেহ উদ্ধার করে সাইবারাবাদ পুলিশ।