‘ইভিএম-এ যা খুশি করা যায়’, ভরাডুবির প্রতিক্রিয়ায় রাহুল সিনহা

0
9

“এ কি কথা শুনি আজ মন্থরার মুখে…”

“EVM-এ যা খুশি করা যায়,” উপনির্বাচনে ভরাডুবির পরের প্রতিক্রিয়া বিজেপি-র রাহুল সিনহার। সাম্প্রতিককালে এই প্রথমবার বিজেপির কোনও নেতা প্রকাশ্যে EVM নিয়ে এই অভিযোগ এনেছেন। তিন কেন্দ্রে পরাজয়ের পর EVM নিয়েই অভিযোগ উঠল বিজেপি’র অন্দর থেকে৷ করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর উপনির্বাচনে পরাজয়ের পর EVM -কেই অভিযুক্ত করলেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা৷ এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্‍কারে রাহুল সিনহা বললেন, EVM -এ যা খুশি করা যায়৷’। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন সব নির্বাচনই মনিটর করলেও উপনির্বাচনের যাবতীয় প্রক্রিয়া রাজ্যই দেখভাল করে থাকে৷ ভোটে জেতার জন্য তৃণমূল যা ইচ্ছে তাই করতে পারে৷ EVM- এ যা খুশি করা যায়৷ ভোট গণনায় শাসক দলের কারচুপি করে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না৷

উপনির্বাচনে EVM কারচুপির অভিযোগ এনে বিজেপি নির্বাচন কমিশনে যাবেন বলেও ওই সাক্ষাতকারে জানিয়েছেন রাহুল সিনহা৷ বিজেপি-র সর্বভারতীয় সম্পাদকের অভিযোগ, “রাজ্য প্রশাসন খোলাখুলি ভাবে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসকে জিততে”৷