হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে সমন ফড়নবিশকে

0
6

নির্বাচনী হলফনামায় তথ্যগোপনের অভিযোগে সমন পাঠানো হল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে। তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি ফৌজদারি মামলার কথা তিনি মনোনয়ন দাখিলের সময় চেপে গিয়েছিলেন৷ নাগপুরের আদালত এই সমন জারি করেছে। ফড়নবিশ নাগপুরেরই বিধায়ক। নাগপুরের এক আইনজীবী, সতীশ উকে ফড়নবিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। এর আগে বোম্বাই হাইকোর্ট উকের আবেদন বাতিলের রায় দিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট উকের আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রে কোর্টে মামলা শুরু করার নির্দেশ দেয়। 1996 এবং 1998 সালে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হয়েছিল ফড়নবিশের বিরুদ্ধে। কিন্তু চার্জগঠন করা হয়নি। নির্বাচনী হলফনামায় সেই তথ্য উল্লেখ করেননি ফড়নবিশ