হেলমেট পরা বোলারকে দেখুন

0
2

হেলমেট পড়ে বল করছেন বোলার। এমন দৃশ্য দেখেছেন? দেখলে চমকে উঠতে বাধ্য নিউজিল্যান্ডের বোলার অ্যান্ড্রু এলিশ কান্ড ঘটিয়ে খবরের শীর্ষে। কেন মাথায় হেলমেট?

তার কারণ গত বছর অকল্যান্ড-ক্যান্টারবেরি ম্যাচে বোলারের শট তাঁর মাথায় এসে লেগেছিল তারপর সেই বল ৭০ মিটার দূরে বাউন্ডারি লাইনে পড়ে। ভয় পেয়ে গিয়েছিলেন। তাই গত বছরের এই ঘটনা থেকে তিনি শিক্ষা নিয়েছেন। ভাগ্যের জোরে বেঁচে ছিলেন, কিন্তু ভাগ্যের হাতে সঁপে না দিয়ে বা বোর্ডের নির্দেশের অপেক্ষা না করে এবার নিজেই হেলমেট পড়ে বোলিং করতে নেমেছিলেন। শেষ চারটি ম্যাচে হেলমেট পড়ে বল করছেন ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ফলে বল করতে তার বিশেষ সমস্যা হচ্ছে না তা পরিষ্কার।

আরও পড়ুন-সবুজ ঝড়ের পরেও সিপিএম বলল মানুষ তৃণমূলকে চায় না