উপভোটে তিনে তিন জিতবে তৃণমূল। স্পষ্টভাবে এই প্রবণতার প্রকাশ্য ইঙ্গিত দেওয়ার ক্ষমতা হয় নি কোনো সংবাদমাধ্যমের। ব্যতিক্রম এখন বিশ্ব বাংলা সংবাদ। এমনকি খড়্গপুর, কালিয়াগঞ্জের মত বিজেপির বড় লিড থাকা কেন্দ্রও যে তৃণমূল জিততে চলেছে, পূর্বাভাস দিয়েছিল শুধু বিবিএস। তখন কিছু পাঠকের টিপ্পনিও আসে। কিন্তু বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আসতে থাকে অঙ্ক মেলানোয় অভিনন্দনের বন্যা। আর কোনো কাগজ বা চ্যানেল বা পোর্টাল এমন প্রকাশ্যে এই খবর করতে পারে নি। সম্পাদকীয় উপদেষ্টা কুণাল ঘোষ ও মুখ্য সাংবাদিক সোমনাথ বিশ্বাসের পাঁচদিন আগের ফেস বুক লাইভটি এদিন আবার চলে আসে আলোচনার শিরোনামে। খবরসংক্রান্ত সব মহল থেকে আসে অভিনন্দন। সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন,” প্রমাণ হল আমরাই সঠিক খবর দেওয়ার ক্ষমতা রাখি। এই সাফল্যে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল।”