মোমের আলোতেই জ্ঞানের আলো

0
2

বিদ্যুৎ পর্ষদের ভুল! তার জেরে মোমের আলোয় লেখাপড়া করতে হচ্ছে আদিবাসী পড়ুয়াদের। এ ঘটনা বোলপুরের মির্জাপুর গ্রামের বিবেকানন্দ সোসাইটি আশ্রমে।

গত প্রায় ৫ বছর ধরে চলছে আশ্রমটি। এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পায়নি তারা। আদিবাসী পরিবারের ১২০ জন ছেলেমেয়ে এখানে লেখাপড়া করে। বিভিন্ন জায়গা থেকে দানের টাকাতেই চলে আশ্রম। বিদ্যুৎ সংযোগ আছে। প্রতি তিন মাস অন্তর অন্তর ৬০০০ টাকা করে বিদ্যুৎ বিল আসত আশ্রমে। আচমকা এক লাফে নভেম্বর মাসে বিল এসেছে ১৮ হাজার টাকা। পর্ষদের অফিসে গিয়ে অভিযোগ জানানো হলেও, কোনও সদুত্তর দিতে মেলেনি। উলটে বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, যা বিল এসেছে, তাই দিতে হবে।

কিন্তু হঠাৎ ১৮ হাজার টাকা কোথা থেকে পাবে আশ্রম কর্তৃপক্ষ? এদিকে, বিল জমা না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ। এখন মোমবাতির আলোতেই জ্ঞানের আলো জ্বালতে হচ্ছে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের।