মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভার শপথের যাওয়া নিয়ে নিজের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ওদের প্রাথমিকভাবে ঠিক ছিল পয়লা ডিসেম্বর শপথ নেবে। সেদিন হলে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎই শপথ গ্রহণ অনুষ্ঠান এগিয়ে এসেছে। আর দ্রুততার সঙ্গে হওয়ার কারণে ওরা সরকারিভাবে আমন্ত্রণও জানাতে পারেনি। আমারও কিছু কাজ ছিল যা ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। ফলে যাওয়া হচ্ছে না। তবে মুখ্যমন্ত্রী জানাতে ভোলেননি তিন দলের জোট সরকার ক্ষমতায় এসেছে। বিজেপি নিজেকে যতই হিন্দুত্ববাদী বলুক ওরা যে কী হিন্দু তা আমরা জানি। আমি নিজে হিন্দু। সুতরাং হিন্দুত্ব নিয়ে কেউ যেন বড়াই না করে। সরকার চলুক ভবিষ্যৎ কী হবে দেখা যাবে।
আরও পড়ুন-কালিয়াগঞ্জে কিং মেকার রাজীব, জয়ের পর যা বললেন






























































































































