উত্তরবঙ্গে খাতা খুলল তৃণমূল দীর্ঘ দিন পর। কালিয়াগঞ্জের জয়ের পর তৃণমূলের প্রার্থী তপনদেব সিংহ জানালেন, এই জয় সমস্ত কর্মীর জয়। বুথ স্তর থেকে শুরু করে ব্লক এলাকার সমস্ত কর্মী নেত্রীর নির্দেশে দিনের পর দিন কাজ করেছেন। বাড়ি বাড়ি গিয়েছেন। মানুষকে বুঝিয়েছেন। তার ফলে আজকের এই জয়। আমরা এই জয়কে মানুষের জন্য উৎসর্গ করছি। এই দেড় বছরে কাজ করে দেখিয়ে দিতে চাই তৃণমূলই পারে বাংলার উন্নয়ন করতে।
এক নজরে কালিয়াগঞ্জের ফল:
কালিয়াগঞ্জ: তৃণমূল – ৮৯,৯১৩, বিজেপি – ৮৭,৫১৭, বাম-কং ১৭,৭১৪, তৃণমূল জয়ী ২,৩০৪ ভোটে
দেখুন ভিডিও…





























































































































