সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা বা ট্রোলড হওয়া এই শব্দদুটো ভীষণভাবে পরিচিত। অনেক ক্ষেত্রেই অনেক সেলিব্রেটিদের ট্রোলড হতে দেখা যায়। আবার কখনও কখনও একে অপরকে ট্রোল করতেও দেখা যায়। কিন্তু কখনও মেয়ে-বাবাকে ট্রোল করেছে এমনটা বোধ হয় এর আগে হয়নি। কিন্তু এমনই এক ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া।
বাবা সৌরভ গঙ্গোপাধ্যায় আর কন্যা সানা গঙ্গোপাধ্যায়। বাবার এক ছবিতে কমেন্ট করে সৌরভ ট্রোল করেছে সানা। ঐতিহাসিক পিঙ্ক টেস্ট আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। সেদিন পুরস্কার বিতরণী মঞ্চে তোলা একটি ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সৌরভ। সেই ছবিতে সানা কমেন্ট করে লিখেছে, ‘তুমি কী পছন্দ করছ না?’ মেয়ের উত্তরে বাবা জবাব দেন, ‘এই যে তুমি এত অবাধ্য হচ্ছ।’ হাসি দিয়ে মেয়ের পাল্টা জবাব, ‘তোমার থেকেই তো শিখছি।’ এই খুনসুটি ভরা কমেন্ট দেখে বেজায় খুশি হয়েছে নেটিজেনরা। মেয়ের বাবাকে ট্রোল করার এই মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
































































































































