মঙ্গলবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস। রাজ্য বিধানসভার পাশাপাশি এই দিনটি পালিত হচ্ছে সংসদেও। হবে সংসদের যৌথ অধিবেশনও। থাকবেন রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি সহ সাংসদরা। কিন্তু যৌথ অধিবেশন বয়কট করছেন কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মূলত সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে রাতের অন্ধকারে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়ে রাজ্যপালকে হাতিয়ার করে সরকার তৈরি হয়েছে, তা লজ্জাজনক। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আর এই কারণেই আগামিকাল, মঙ্গলবার ‘সংবিধান বাঁচাও’ আওয়াজ তুলে সমস্ত বিরোধী দল বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। সকালে আম্বেদকর মূর্তির পাদদেশে এই বিক্ষোভে নেতৃত্ব দেবেন সোনিয়া গান্ধী।































































































































