রাজভবনে সংবিধান দিবস পালন নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন তিনি। রাজভবন থেকে সংবিধান দিবস উপলক্ষে রাজ্যপালের কোনও আমন্ত্রণ অধ্যক্ষের কাছে এসেছিল কিনা জানতে চাওয়া হলে অধ্যক্ষ বলেন, “এমন কোনও বিষয় আমার গোচরে নেই। এমন কোনও আমন্ত্রণপত্র আমি পাইনি।”
উল্লেখ্য গত সপ্তাহে রাজ্য সরকারের তরফ থেকে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর দু’দিনের সংবিধান দিবস পালনের ঘোষণা করার পর এই পাল্টা রাজ্যপাল জাগদীপ ধনকার জানিয়েছিলেন রাজভবনেও ওই একইদিনে পালিত হবে সংবিধান দিবস।
সোমবার এই প্রসঙ্গেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে কিছু জানেন না বলে এড়িয়ে গেলেন অধ্যক্ষ।





























































































































