করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ায় অবরোধ বিজেপির। সোমবার দুপুর ১টা থেকে হুগলি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। সুবীর নাগের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ করেন। অবরোধের ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।





























































































































