দেড় কুইন্টাল গাঁজা ও একটি বড় গাড়ি ও একটি ছোট গাড়ি সহ গ্রেফতার আট। ধৃতদের নাম সরিকুল ইসলাম, সেখ বাদশা, তৌসিফ জারদারি, সাহারিয়া রকুন, আব্দুল্লাহ আল মামুদ, আইনাল বিশ্বাস, সজিবুর রহমান। এই সাত জনের বাড়ি জলঙ্গি থানার অন্তর্গত সাহেব নগর ধনিরামপুর এলাকায়। ফারুক মণ্ডল বাড়ি নদীয়া জেলার গোপাল পুর ঘাট। গাঁজা সহ গাড়ি গুলি পাচারের জন্যে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদের জলঙ্গি উদ্দেশ্য যাচ্ছিল। কান্দি থানার পুলিশ, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি ২ নাগাদ কান্দি বহরমপুর রাজ্য সড়কে মনোহরপুর কালভাটের কাছে গাঁজা সহ একটি বড় গাড়ি ও একটি ছোট গাড়ি এবং আট ব্যাক্তিকে আটক করে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-গরু ও ষাঁড়দের শীত থেকে বাঁচাতে জ্যাকেট দেবে অযোধ্যা পুরসভা





























































































































