১৫৪ জনের সমর্থন আছে, কোর্টে দাবি সিংভির

0
2

শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মিলিয়ে ১৫৪ জন বিধায়কের সমর্থন আছে দাবি করে সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দেন অভিষেক মনু সিংভি। বলেন, সংখ্যাগরিষ্ঠের সমর্থন আমাদের দিকেই। কয়েকজন নির্দলও আছেন। বিচারপতিরা জানান, নতুন এফিডেভিট জমা করতে হলে তার কপি বিজেপি ও অন্য সব পক্ষকে দিতে হবে। নাহলে এর উপর আলোচনা সম্ভব নয়।

আরও পড়ুন-মুলতবি রইল রাজীব মামলার শুনানি