খড়্গপুরের একটি বুথের উল্টো দিকে আয়না, ঢাকা হল কাপড় দিয়ে

0
2

খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর পাওয়া গেলেও, একটি বুথের উল্টোদিকে আয়না থাকার অভিযোগ এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটারদের উপর নজরদারি চালাতেই প্রিসাইডিং অফিসারকে দিয়ে ওই জায়গায় বুথ করেছে তৃণমূল। তবে বিজেপির এই অভিযোগ পাওয়ার পরই ভোট কর্মীরা সেই আয়নার দিকে কাপড় দিয়ে মুড়ে দেন।

বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, ভোটের আগের দিন রাত থেকেই খড়গপুর সদরে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের মাতধর করা হয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিলীপ ঘোষের জানান, ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি এজেন্টকে বের করে দিয়েছে তৃণমূল। আরও কয়েকটি ওয়ার্ডে জমায়েত করছে বহিরাগতরা। বেশি গন্ডগোল করলে বিজেপিও বল প্রয়োগ করবে বলে হুমকি দেন রাজ্য বিজেপি সভাপতি।