একের পর এক হিট ছবি করেই চলেছেন আমদের ‘খিলাড়ি’। তা ‘খিলাড়ি’ হক বা ‘খিলাড়ি ৭৮৬’ হক বা ‘হাউসফুল ৪’ হক, সবেতেই হিট খিলাড়ি কুমার তথা অক্ষয় কুমার। তবে কি এবার সলমন আয়ের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি? তা নিয়ে উঠেছে প্রশ্ন। একের পর এক ছবিতে সাফল্য পেয়েছেন তিনি। তবে হ্যাঁ সত্যি, এবার এক হাজার কোটি টকার আয়ের মুখ দেখতে চলেছেন অক্ষয়। এর আগে ২০১৬ সালে সলমন অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পাও’ ৯৭০ কোটি টাকা আয় করেছিল৷ অনেকেরই অনুমান এই রেকর্ড ভাঙতে চলেছেন অক্ষয় কুমার ৷
২০১৯ অক্ষয়ের অভিনীত ছবির সংখ্যা চারটি৷ ‘কেশরি’ ছবির আয় ছিল ২০৩ কোটি টাকা ৷ দ্বিতীয় ছবি মুক্তি পেয়েছে ‘মিশন মঙ্গল’, সেই ছবির আয় ২৭৭ কোটি টাকা ৷ যা রেকর্ড ৷ এরপর ‘হাউসফুল ৪’ যা টপকেছে তাঁর সব ছবির রেকর্ড । এই ছবিতে ২৯০ কোটি আয় করেছে মাত্র ২৫ দিনে ৷ ইতিমধ্যেই দর্শকদের থেকে যা ভালোবাসা পেয়েছেন, তাতে তা ২০০ কোটি পার করতে পারে বলে অনুমান ৷ আর তার জেরে এবছর ১ হাজার কোটি টাকা আয় করতে চলেছেন অক্ষয় কুমার৷ তবে এই টুকুই শেষ নয়। আরও আছে। এ বছর শেষে মুক্তি পাবে তাঁর একটি কমেডি ছবি ৷
আরও পড়ুন-কলকাতায় দাঁড়িয়ে বলেই কি দাদার ‘বিরাট’ প্রশংসা!




























































































































