মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর নামে ঐকমত্য হয়েছেন তিন দলের সব নেতাই। শুক্রবার তিনদলীয় জোট সরকারের নেতৃত্বে উদ্ধবের নাম ঘোষণা করে জানালেন এনসিপি সুপ্রিমো ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শারদ পাওয়ার।
শিবসেনা, এনসিপি, কংগ্রেস এই তিন দলের মধ্যে কার্যত সেতুবন্ধনের কাজ করা এই প্রবীণ রাজনীতিক এদিন বলেন, আমরা সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি উদ্ধব ঠাকরেই মহারাষ্ট্রের দায়িত্ব নেবেন। অভিন্ন ন্যূনতম কর্মসূচির বিষয়েও একমত হওয়া গিয়েছে। শনিবার তিন দলের যৌথ সাংবাদিক সম্মেলনের পর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে সরকার গড়ার দাবি জানানো হবে। রবি বা সোমবার হবে শপথগ্রহণ।





























































































































