মহারাষ্ট্রে জোট সরকার প্রায় নিশ্চিত।
বিজেপির মুখের গ্রাস কেড়ে একদা জোটসঙ্গী শিবসেনার নেতৃত্বেই সরকার গড়বে NCP ও কংগ্রেস৷ শিবসেনা প্রধান
উদ্ধব ঠাকরেই সম্ভবত মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷ সূত্রের খবর, সোনিয়া গান্ধী সবুজ সঙ্কেত দিয়েছেন। শুক্রবার সেনা বিধায়কদের বৈঠক হয় উদ্ধব ঠাকরের উপস্থিতিতে। বৈঠকে ‘বিকল্প’ সরকার গঠন নিশ্চিত বলে বিধায়কদের জানান শিবসেনা প্রধান।
ওদিকে নির্বাচন পরবর্তী জোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। তাদের আবেদনে বলা হচ্ছে, যে 3 দল বিকল্প জোট গঠন করে সরকার করতে চলেছে, তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছে। জনাদেশ নেই, তবুও পরস্পর হাত মেলাচ্ছে তারা। এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।’































































































































