রাজ্য হাসিনার সঙ্গে ঘরোয়া আলোচনা, জানালেন মমতা By EBBS Desk - November 22, 2019 0 4 FacebookTwitterPinterestWhatsApp হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে গেলেন মমতা। বললেন একেবারে ঘরোয়া আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক ভালো। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওনাকে আবার আসতে বলেছি। তবে তিস্তা নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি মমতা।