এবার জেএনইউতে শিক্ষকরা গণপদত্যাগ করতে চাইলেন। ১১৩ জন শিক্ষক শিক্ষক সংগঠনের পক্ষে জানিয়েছেন, শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের আশালীন ব্যবহারের পরেও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উদাসীনতা তাঁদের মর্মাহত করেছে বলে তাঁরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ফি বৃদ্ধি নিয়ে বিগত কয়েকদিন ধরে আন্দোলন শুরু হয়েছে। কলেজ ক্যাম্পাস এবং সংসদ ভবন অভিযানে বহু পড়ুয়া পুলিশের লাঠিতে আহত হয়। পাশাপাশি ছাত্ররা ঘেরাওয়ের সময়ে তিনজন অধ্যাপককে একদিনের বেশি ঘেরাও করা সময় গালিগালাজ করা হয়। এই বিষয়টি নিয়েই তাঁরা ক্ষুব্ধ। ক্ষোভে তাঁরা টিচার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগও করেছেন বলে জানিয়েছেন।































































































































