রাজ্যের জিএসটি বাবদ পাওনা অর্থ গত আগস্ট মাস থেকে দিচ্ছে না কেন্দ্র। সোমবার নয়াদিল্লিতে ‘ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বেঙ্গল’ শীর্ষক আলোচনার শেষে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র এই অভিযোগ করলেন। অর্থমন্ত্রীর দাবি, দিল্লিতে রাজ্যের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২০০ কোটি টাকা। কেরল, পাঞ্জাব সহ আরও পাঁচটি রাজ্য মিলিয়ে গোটা দেশে জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫হাজার কোটি টাকার কাছাকাছি। দেশের অর্থনৈতিক দুরবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর অর্থনৈতিক বেহাল অবস্থা তৈরি হয়েছে মূলত দুটি কারণে। প্রথমত তুঘলকি সিদ্ধান্তের মাধ্যমে নোট বাতিল করা এবং উপযুক্ত প্রস্তুতি না নিয়ে জিএসটি লাগু করে দেওয়া। অমিত বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরজন্য রাজ্যকে ওভার ড্রাফটেও যেতে হবে। কেন্দ্রকে এ নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।





























































































































