আলিপুর কোর্টে রাজীব কুমার

0
2

আলিপুর এসিজেএম আদালতে সারদার আর সি ৪ মামলায় হাজিরা দিলেন রাজীব কুমার। সিবিআইর এই মামলাটির দিন ছিল বুধবার। মামলার সঙ্গে জড়িত জামিনপ্রাপ্তরা অনেকেই এসেছিলেন। কোর্ট সূত্রে খবর, চমক ছিল রাজীবের উপস্থিতি। রাজীব গ্রেফতার নন। আগাম জামিনে আছেন। কিন্তু আদালত তাঁকেও হাজিরা দিতে বলেছিলেন। রাজীব নীরবে ঢুকে বেরিয়ে যান। এদিন যান মদন মিত্র, কুণাল ঘোষ, রজত মজুমদার, সদানন্দ গগৈ প্রমুখ। রাজীব আদৌ গেছিলেন কিনা এ নিয়ে জল্পনা রটে। কারণ তাঁকে কেউ দেখে নি। শেষে আদালতের একটি সূত্র জানায় সওয়া একটা নাগাদ তিন মিনিটের জন্য গেছিলেন রাজীব।

আরও পড়ুন-কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের বাড়িতে মুখ্যমন্ত্রী, দিলেন সাহায্য