ইয়ে বুলবুল কেয়া হ্যায়? প্রশ্ন বেঙ্কাইয়ার!

0
5

বুধবার রাজ্যসভার অধিবেশনের চলাকালীন জিরো আওয়ারে অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীন হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তৃণমূল সংসদ মানস ভুঁইয়া প্রশ্ন তোলেন রাজ্যের সম্প্রতিক বুলবুল বিষয়টি নিয়ে। তিনি দাবি জানান এই বুলবুল ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সর্বতোভাবে সাহায্যের প্রয়োজন। হঠাৎই ডেপুটি চেয়ারম্যান জিজ্ঞাসা করেন ‘ইয়ে বুলবুল কেয়া হ্যায়?’ মানসের সুবিধা হয় বিষয়টি নিয়ে রাজ্যসভায় আরও কিছুক্ষণ বলার। তিনি জানান বুলবুল ঝড়ে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের চারটি জেলা। প্রায় ২৪হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। কেন্দ্রের এখনই উচিত রাজ্যের পাশে দাঁড়ানো। অতঃপর বিষয়টি বুঝতে পারেন বেঙ্কাইয়া এবং সাংসদকে সুযোগ দেন পুরো বিষয়টি বলার। রাজ্যসভার অন্য সদস্যরাও অনেকে মানসের দাবিকে সমর্থন করেন।

আরও পড়ুন-নয়া স্বাস্থ্য বীমা প্রকল্প এনে মোদি সরকারের চমক