শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। গোটা ইডেন চত্বরে একেবারে সাজো সাজো রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারপরেই শুক্রবার হবে মহারাজের স্বপ্ন পূরণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুদিনের স্বপ্ন হল গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। আর তাই শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকাননে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়ে আম জনতা থেকে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। বলা যায় গোটা ক্রিকেট জগতে চলছে ‘পিঙ্ক ম্যানিয়া’। আর তাতে এবার গা ভাসিয়েছেন অজিঙ্কা রাহানে।
গোলাপি বল পাশে নিয়ে ঘুমোচ্ছেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক। নিজেই সেই ছবি ট্যুইটারে পোস্ট করেছেন রাহানে। আর ক্যাপশনে লিখেছেন, ‘ইতিমধ্যেই ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট খেলার স্বপ্ন দেখছি।’ ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Already dreaming about the historic pink ball test ? pic.twitter.com/KFp4guBwJm
— Ajinkya Rahane (@ajinkyarahane88) November 18, 2019