মহারাষ্ট্রে তিন দলের মহা-নাটকের মধ্যেই কর্নাটকের রাজনীতিতেও নতুন মোড়। জেডিএসের পক্ষ থেকে বিজেপিকে বার্তা দেওয়া হয়েছে, ডিসেম্বরে আসন্ন উপনির্বাচনের ফল বেরনোর পর যদি দেখা যায় ইয়েদুরাপ্পা সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাহলে কোনওভাবেই তাঁরা রাজ্য সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। বরং সরকার বাঁচাতে বিজেপিকে সমর্থন করা হবে। মঙ্গলবার জেডিএসের প্রবীণ নেতা বাসবরাজ হোরাত্তি একথা জানান। এমনকী সমর্থনের বার্তা দিতে তিনি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সঙ্গেও সাক্ষাৎ করেন।
জেডিএস নেতা জানান, বিজেপি সরকার পড়ে যাক তা তাঁরা চান না। দলের নেতা এইচ ডি দেবেগৌড়া ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দুজনেই রাজ্যে অকাল নির্বাচনের বিপক্ষে। তাই কর্নাটকে ‘মিড-টার্ম পোল’ এড়াতে প্রয়োজনে বিজেপিকে সমর্থন করা হবে। হোরাত্তির কথায়, কোনও দলের কোনও বিধায়কই চাইবেন না মাঝপথে আবার একটা নির্বাচন হোক। প্রসঙ্গত, আসন্ন উপনির্বাচনে বিজেপিকে 13 টি আসনের মধ্যে অন্তত 6 টি জিততেই হবে। নাহলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ইয়েদুরাপ্পা সরকার।






























































































































