একজন গোড়া থেকেই শিবসেনার সঙ্গে জোট করতে অরাজি ছিলেন। অন্যজন শিবসেনার সঙ্গে জোট করার ক্ষেত্রে সূত্রধরের কাজ করছেন। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মহারাষ্ট্রে সরকার গড়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে দুই দলের দুই নেতানেত্রীর বৈঠকের দিকে তাকিয়ে শিবসেনাও। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র নিয়ে আজ সোমবারই সম্ভবত বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। দিল্লিতে এই বৈঠক সফল হলেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ বৈঠক হবে সোনিয়া-পাওয়ারের। সোমবার সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে পাওয়ার কথা বলতে পারেন আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদ ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। তিন শিবিরেরই দাবি, অগ্রগতি ইতিবাচক। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী স্থায়ী সরকার গঠনই এখন লক্ষ্য।































































































































