অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড (এমপিএলবি) বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রসুল ইলিয়াস রবিবার এ কথা জানান। এর আগে জমিয়তে উলেমায়ে হিন্দ রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানায়। তবে এমপিএলবিতে রিভিউ পিটিশন নিয়ে মতবিরোধ রয়েছে। রবিবার সে নিয়ে বৈঠক ছিল। লক্ষ্যণীয়, বোর্ডের সভাপতি নাদভি বৈঠক এড়িয়ে যান। হিন্দের নেতা মৌলানা আরশাদ মাদানি এমপিএলবি-র বৈঠক থেকে বেরিয়ে বলেন, আমরা নিশ্চিত আমাদের আবেদন খারিজ করে দেওয়া হবে। তবু দাখিল করা হবে। এমপিএলবি-র আর এক সদস্য জাফরইয়াব জিলানির দাবি, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের বোধগম্য নয়। তাই রিভিউ পিটিশন। যদিও অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার আগেই মুসলিম সংগঠনগুলি সিদ্ধান্ত নেয় কোর্টের রায় তারা মাথা পেতে নেবেন।
আরও পড়ুন-আইটি সেক্টরে ছাঁটাই, সল্টলেক থেকে বিক্ষোভ মিছিল DYFI-এর































































































































