হারানিধি ফিরে পেয়ে আপ্লুত দম্পতি

0
4

চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে আপ্লুত চন্দননগর বাগবাজারের দম্পতি। দুর্গাপুজোর আগে সস্ত্রীক মথুরা-বৃন্দাবন বেড়াতে গিয়েছিলেন বাগবাজারের বাসিন্দা সোমনাথ ঘোষ। লক্ষ্মীপুজোর আগেরদিন বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে সোনা, রুপোর গয়না সহ নগদ চুরি হয়ে গিয়েছে। অভিযোগ দায়ের করেন সোমনাথ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে চন্দননগর থানার পুলিশ। চন্দননগরের উরদি বাজার থেকে চুরি যাওয়া গয়না ও নগদ সহ গ্রেফতার হন মহম্মদ সেলিম ও মহম্মদ শাহিদ নামে দুই দুষ্কৃতী। আদালতের নির্দেশে চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়েছেন ঘোষ দম্পতি। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুলিশের তৎপরতার প্রশংসা করেন সোমনাথ ও মাধবী ঘোষ।