শহরে থাকবে হালকা ঠান্ডা, উত্তরবঙ্গে বৃষ্টি

0
5

ভোরে ও রাতে কুয়াশায় ঢাকছে শহরতলি। তবে বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা সামান্য বাড়লেও কলকাতায় এখন শীতের আমেজ। আগামী কয়েকদিন এই হালকা ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং,কালিম্পঙে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। জাঁকিয়ে শীত পড়তে আর দিন কয়েকের অপেক্ষা। জানা গিয়েছে, নভেম্বরের শেষেই বাড়বে ঠান্ডা।

অন্যদিকে, দিল্লিতে ক্রমশ বেড়েই চলেছে দূষণ। পাল্লা দিয়ে দূষণ বাড়ছে কলকাতা সহ হাওড়া ঘুসুড়িতেও। গত সপ্তাহে বৃষ্টির কারণে দূষণ কিছুটা কমলেও ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর। তবে হাওড়া ঘুসুড়ির চেয়ে দূষণ অনেকটা কম মহানগরে।

আরও পড়ুন-বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর