রাসবিহারীতে সংঘর্ষের জের, শোভনদেব ও মালা রায়কে শো-কজ করলো তৃণমূল

0
2

যে যত বড়ই নেতা বা নেত্রী হোন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কাউকেই ছাড়া হবেনা।

দলের সর্বস্তরে এমন বার্তা দিয়েই তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার শো-কজ করলো দক্ষিণ কলকাতার অন্যতম দুই শীর্ষ নেতা-নেত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং মালা রায়কে। প্রথমজন দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের প্রতীকে জয়ী প্রথম বিধায়ক এবং এই মুহূর্তে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। দ্বিতীয় জন একধারে সাংসদ এবং অন্যদিকে কলকাতা পুরসভার চেয়ারপার্সন। গত মঙ্গলবার রাতে এই দুই নেতা ও নেত্রীর অনুগামীদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল রাসবিহারী এলাকা। পথ অবরোধের জেরে যান চলাচলও বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কড়া মনোভাব প্রদর্শন করলো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পরামর্শেই দল শো-কজ করেছে শোভনদেব এবং মালা রায়কে।
তৃণমূল অন্দরের খবর, রাসবিহারীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় দুই নেতা-নেত্রীকে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। ঘটনার জেরে যথেষ্ট অস্বস্তিতে দল, কি কারনে এই ঘটনা, তা বিস্তারিত জানতে চেয়ে দলের তরফে এই শো কজ করা হয়েছে।